আগরতলা, ১১ মার্চ, ২০২৫ঃ
চাকরিতে পুনর্বহালের দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রী সহ মুখ্যসচিব, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও প্রণজিৎ সিংহ রায়কে চিঠি দিলেন ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। গত পাঁচ বছর ধরে তারা কর্মহীন অবস্থায় রয়েছেন। এই দীর্ঘ সময় ধরে কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। চিঠিতে তারা উল্লেখ করেন, সরকারে আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, ১০,৩২৩ জন শিক্ষককে উপযুক্ত পদে পুনর্নিয়োগ করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি ২৬ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, তাতে করে ত্রিপুরার শিক্ষকরা আরও ক্ষুব্ধ ও উপেক্ষিত বোধ করছেন।
চাকরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষা ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়ার সম্ভাবনা থাকলেও সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তাঁরা বলেন, “যদি পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে ত্রিপুরার ১০,৩২৩ শিক্ষকও একই সাহায্য প্রত্যাশা করেন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিষয়টি আবারও রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত অধিকার ও জীবিকা ফিরে পাওয়ার দাবি জানিয়ে আন্দোলনের পথেও যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।